গাজীপুর কালীগঞ্জে নারীদের অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক প্রতিপাদ্য বিষয়ের উপর নারীদের অংশগ্রহনে উন্মোক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটরিয়ামে সকাল ১১টায় নারীদের অংশগ্রহনে উন্মোক্ত সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মডারেটরের দায়িত্ব পালন করেন, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শাহ নেওয়াজ দিলরুবা খান। অনুষ্ঠানের শুরুতেই মহিলা অধিদপ্তর কর্তৃক নির্মিত কুসুমের আত্মকথন নামের একটি ভিডিও চিত্র দেখানো হয়। ভিডিও চিত্র ও প্রতিপাদ্য বিষয়ের উপর সংলাপে অংশগ্রহণ করেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক ও শিার্থীবৃন্ধ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্তকর্তা রহিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা সেলিনা খানম, শিা কর্তকর্তা নার্গিস সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, প্রাথমিক শিা কর্মকর্তা আবু ইউসুফ খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ আমির হোসেন, সাংবাদিক আহাম্মদ আলী, আব্দুর রহমান আরমান ও রফিক সরকার। উন্মোক্ত সংলাপে বর্তমান সরকারের উন্নয়ন পদক্ষেপের উপর উপজেলার সর্বস্তরের প্রায় ৫ শাতাধিক নারী অংশগ্রহণ করেন।
COMMENTS