গাজীপুরের কালীগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে মামলা না নেওয়ায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভুইয়াকে শোকজ করা হয়েছে এবং উক্ত ঘটনায় দায়েরকৃত মামলা গাজীপুর ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানাযায়, গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ গত ১ সেপ্টেম্বর একটি বিদেশী পিন্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি, তাজা ২টি ককটেল, ২০০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরীর সরঞ্জাম, বিভিন্ন মাদকসহ ৭ জনকে গ্রেফতার করে। এ সময় গাজীপুরের কালীগঞ্জের আনোয়ার হোসেন (৩০), আমির হোসেন (২৫), জিল্লুর রহমান (২০) এবং নরসিংদীর মাসুদ রানা (২৬), আবির (২২), কুতুব উদ্দিন (৩০) ও ঝিনুক (২০)কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল, একটি ল্যাপটপ, ৪টি পেনড্রাইভ, কিছু আসবাবপত্র উদ্ধার হলেও জব্দ তালিকায় এগুলো দেখানো হয়নি। গ্রেফতারকৃতদের মধ্যে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ও ১১টি বিভিন্ন মামলার আসামী মাসুদ রানাসহ কয়েকজন পেশাদার অপরাধী রয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্র ও বিস্ফোরক পৃথক দুটি মামলা, মাদক সরঞ্জামাদীর জন্য একটি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা করতে পারতো। কিন্তু থানা পুলিশ মামলা গ্রহনের ক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা না করেই একটি মামলা গ্রহণ করে এবং আসামীদের ঘটনা দুদিন পরে গাজীপুর কোর্টে প্রেরণ করে। ইতিপূর্বে কালীগঞ্জ থানার ওসি কালীগঞ্জের মাদক স¤্রাট মাইগ্যা বাচ্চুকে মাদকসহ গ্রেফতারের পর তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়। পরে দেখা যায় গাড়ী পোড়ানোর সময় উক্ত আসামী জেলখানায় ছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভুইয়া দাবী করেন, গাজীপুর ও নরসিংদীর পুলিশ সুপারের পরামর্শে একটি মামলা নেয়া হয়েছে। পরে আলাদাভাবে দুটি অভিযোগপত্র দেয়া হবে। কিন্তু নরসিংদীর পুলিশ সুপার এ বিষয়ে বলেন, মাসুদ রানা নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি। যেন অপরাধীরা কোন ছাড় না পায়।
এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশের গৃহীত কার্যক্রমে সন্তেুাষ্ট না হওয়ায় গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন কালীগঞ্জ থানার ওসিকে শোকজ করেন এবং মামলাটি গাজীপুরের ডিবি পুলিশের নিকট হস্তান্তর করার নির্দেশ দেন। এদিকে গাজীপুরের ডিবি পুলিশের ওসি আবুল খায়ের জানান, তারা উক্ত মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন।
এ বিষয়ে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় কালীগঞ্জের ওসিকে শোকজ করা হয়েছে। একই সাথে মামলাটি গাজীপুর ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
COMMENTS