গাজীপুর মহানগরের খাইলকুর এলাকায় একটি পুকুর থেকে এক মাছ চাষির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাছের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে গিয়ে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
মাছের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে গিয়ে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্র জানায়, খাইলকুর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির সামনে পুকুরে মাছ চাষ করতেন তিনি। মাছের পরিচর্যা করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুদু মিয়া মারা যান। শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আবুল বাছেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
COMMENTS