বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এই সরকারের মেয়াদ আর তিন মাস, তারপর 'নির্দলীয় তত্ত্বাবধায়ক' সরকারের অধীনে নির্বাচন হবে।
'নির্দলীয় সরকারের' অধীনে নির্বাচনের জন্য সংবিধান সংশোধনে সংসদে বিল আনারও দাবি জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
'নির্দলীয় সরকারের' অধীনে নির্বাচনের জন্য সংবিধান সংশোধনে সংসদে বিল আনারও দাবি জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, "এই সরকারের মেয়াদ আর তিন মাস। তারপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ১৮ দলীয় জোট ইনশাল্লাহ ক্ষমতায় আসবে।"
শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না-এ অভিযোগ করে খালেদা জিয়া বলেন, "তারা (সরকার) জানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। সেই ভয়ে তারা আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সংসদ বহাল রেখেছেন। কাজেই এখনও সময় আছে নির্দলীয় সরকারের বিল আনুন।”
নির্বাচনে সব দলের অংশগ্রহণের 'পরিবেশ তৈরি' করতে সংবিধানে 'নির্দলীয় সরকার' পদ্ধতি বহাল করার দাবি জানান খালেদা জিয়া।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে দ্রব্যমূল্য বাড়ে, দেশে দুর্ভিক্ষ শুরু হয় বলেও অভিযোগ করেন তিনি।
৭৪ সালের দুর্ভিক্ষের কথা রংপুরের মানুষ ভোলে নাই-উল্লেখ করে খালেদা বলেন, "আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জিনিসপত্রের দাম বাড়ে। আওয়ামী লীগের সময় কুকুর ও মানুষ ডাস্টবিনের খাবার কাড়াকাড়ি করে খায়। আওয়ামী লীগ মানে লুটপাট, আওয়ামী লীগ মানে দুর্ভিক্ষ, আওয়ামী লীগ মানে দেশের টাকা পাচার করা।"
তিনি বলেন, "আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দ্রব্যমূল্য বাড়বে, দুর্নীতি বাড়বে, খুন-গুম বাড়বে।"
আওয়ামী লীগকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
COMMENTS