আইনজীবী সহকারী আইন পাশের দাবিতে গাজীপুরে কর্মবিরতি ও মানববন্ধন করেছে অ্যাডভোকট ক্লার্ক এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। পরে গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে একঘন্টা ধরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা আব্দুর রউফ মোল্লা, মোতাহার হোসেন, জামাল উদ্দিন পালোয়ান, আমান উল্লা, মুজিবুর রহমান-৩, হাবিবুর রহমান, আব্বাস উদ্দিন, আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা আইনজীবী সহকারিদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
COMMENTS