পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর মহানগর জিয়া পরিষদ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় মানববন্ধনের এই কর্মসূচী পালন করা হয়। জিয়া পরিষদ, গাজীপুর মহানগরের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্ব করেন। উক্ত মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ মাজহার“ল আলম। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা মোশারারফ হোসেন খান, মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম আজিজুল হক রাজু, জিয়া পরিষদ নেতা আসাদুজ্জামান সোহেল, ইকবাল হোসেন, মোশারফ হোসেন ভূঁইয়া, মাহবুব আলম মাষ্টার, আবুল হোসেন প্রমুখ।
বক্তারা মানববন্ধনে আওয়ামীলীগ সরকারের প্রহসন মূলক একতরফা নির্বাচন আয়োজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান এবং তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
COMMENTS