গত ২০ বছর যাবত গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার পেছনের রাস্তাটির কিছু অংশ বর্ষাকালে চলাচলের অনুপযোগী। সড়কের মাত্র দুই’শ মিটার অংশ বর্ষাকালে কাদা পানিতে সয়লাব হয়ে থাকে।
সরেজমিন মাওনা চৌরাস্তার ওই সড়ক পরিদর্শনে দেখো গেছে, সড়কের ওই অংশে ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় এলাকাবাসী ধানের চারা রোপণ করছেন। এসময় সড়কের পাশ দিয়ে যাওয়া শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক খন্দকার মাহমুদুল হাসান শিপুল বলেন, বহুবার বহুজনে রাস্তাটি দিয়ে চলাচল করেছেন। রাস্তাটির দিকে কোনো প্রশাসনের নজর নেই।
সরেজমিন মাওনা চৌরাস্তার ওই সড়ক পরিদর্শনে দেখো গেছে, সড়কের ওই অংশে ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় এলাকাবাসী ধানের চারা রোপণ করছেন। এসময় সড়কের পাশ দিয়ে যাওয়া শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক খন্দকার মাহমুদুল হাসান শিপুল বলেন, বহুবার বহুজনে রাস্তাটি দিয়ে চলাচল করেছেন। রাস্তাটির দিকে কোনো প্রশাসনের নজর নেই।
মাওনা চৌরাস্তার কাপড় ব্যবসায়ী মাসুম বলেন, রাস্তাটির দুই’শ মিটারের জন্য প্রবেশ পথ দিয়ে ঢোকা সম্ভব হয়না। আবার বিপরীত দিক থেকে আসার পর সড়কের ওই অংশটুকুর জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠা যায় না।
মুলাইদ গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান উজ্জল বলেন, সড়কের এ অংশটুকু দিয়ে যারাই লাফেরা করেন দুর্ভোগ মেনে নিয়েই তা করেন। কিন্তু সংষ্কারের তাগিদ থেকে কেউ কোনো উদ্যোগ নেননি। এর প্রতিবাদস্বরূপ আমরা যারা এসড়ক দিয়ে চলাচল করি তারা সকালে ধানের চারা রোপণ করে দিয়েছি।
এ ব্যাপারে তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বর্ষার পর তিনি রাস্তাটি মেরামতের উদ্যোগ নেবেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজীজ হায়দার ভুঁইয়া বলেন, রাস্তাটির ব্যাপারে তাকে কেউ অবহিত করেনি। সংস্কারের ব্যাপারে তার কাছে লিখিত আবেদন করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
COMMENTS