পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল বর্জ্য নিরসনে লক্ষে দেওড়া কাঠাল দিয়া এলাকায় সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়ার বাড়িতে গতকাল স্থানীয় এলাকাবাসীর সাথে বর্জ্য ফালানোর স্থান নির্ধারণ ও পরিদর্শনের লক্ষে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, বিএনপি নেতা আরিফ হোসেন হাওলাদার, জসিম উদ্দিন দেওয়ান, এবিএম সিদ্দিকুর রহমান, নজর“ল ইসলাম, নবনির্বাচিত কউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, শেখ মোঃ আলেক, মোঃ সেলিম মিয়া, আবুবকর সিদ্দিক, কেয়া শারমিন, গিয়াস উদ্দিন সরকার, মোঃ শাহ্ আলম রিপন, আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, হাসিনা মমতাজ, নাসরিন আক্তার, শাহ্ আলম দুলাল, নোবাডিজ ঔষধ কোম্পানীর প্রশাসনিক প্রধান মোঃ ইউসুফ খান, এসকেএফ ঔষধ কোম্পানীর মেন্টানেজ ম্যানেজার মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।
উলেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার টঙ্গী অঞ্চলের প্রতিটি বাড়ির আশপাশে ও ডাস্টবিনে ও রাস্তার দু’পাশে ময়লার স্তুপ পরিণত হয়েছে। যা নগরবাসীর চলাচলে মারাত্মক আকার ধারণ করছে। বর্জ্য ফালানোর স্থান না পেয়ে বর্জ্যনগরী টঙ্গী হিসেবে পরিণত হয়েছে। তা নিরসনের লক্ষেই গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ মান্নান প্রতিটি পাড়া মহলায় ঘুড়ে বর্জ্য ফালানোর স্থান নির্ধারণ করার জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS