গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা গ্রামে গত সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কেয়া এন্টারপ্রাইজ নামের একটি পলিথিন তৈরির কারখানায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। ওই সময় সন্ত্রাসীরা কারখানার অফিস কক্ষের আলমারিতে রাখা নগদ ৪লাখ ৫০ হাজার টাকা লুট করে নেয়। ওই সময় সন্ত্রাসীদের বাধা দিলে কারখানার ম্যানেজার রাজিব হোসেন, মার্কেটিং অফিসার তুহিন মিয়া ও কারখানা মালিকের ছেলে সাদ্দাম হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
পুলিশ, কারখানার কর্মকর্তা ও এলাকাবাসী জানায়, ওই রাত সাড়ে ৮টার দিকে হাত কাটা হেলাল মিয়া, রেজাউল, রিপনের নেতৃত্বে ১০-১২জনের একদল সন্ত্রাসী দারালো অস্ত্র, লাঠিশোটা নিয়ে কারখানার প্রধান গেইটে হামলা চালিয়ে প্রথমে ভাংচুর করে। পরে কারখানার ভিতর ঢুকে অফিস কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারিতে থাকা শ্রমিকদের বেতনের ৪ লাখ ৫০ হাজার টাকা লুট করে। ওই সময় সন্ত্রাসীদের বাধা দিলে কারখানার তিনজনকে পিটিয়ে আহত করে। কেয়া এন্টারপ্রাইজের মালিক কামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে হাতকাটা হেলাল মিয়া হামলা চালায়। পরে আলমারিতে রাখা ৪লাখ ৫০ হাজার টাকা লুট করে নেয়। ৩-৪ লাখ টাকার কাঁচামাল নষ্ট করে পালিয়ে যায়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS