২৫ সেপ্টেম্বর বুধবার থেকে ঢাকা জেলায় এবং পর্যায়ক্রমে সারাদেশে
হালনাগাদকৃত জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন
কমিশনার মো. শাহ নেওয়াজ।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সর্বশেষ হালনাগাদ করা জাতীয় পরিচয়পত্র বিতরণের শুরুতে
রাজধানী ঢাকা থেকে শুরু করে ক্রমান্বয়ে সারা দেশে বাড়িতে বাড়িতে গিয়ে
বিতরণ করা হবে।
শাহ নেওয়াজ বলেন, "২৫ সেপ্টেম্বর বিলি শুরু হয়ে ৩১ অক্টোবরের মধ্যে
সারাদেশে পরিচয়পত্র বিতরণের কাজ শেষ করা হবে। আমরা প্রত্যেক ভোটারের বাড়ি
গিয়ে পরিচয়পত্র বিতরণ করতে উপজেলা নির্বাচন অফিসকে নির্দেশ দিয়েছি।"
তিনি আরও বলেন, "যার পরিচয়পত্র সে যদি বাড়িতে না থাকে তাহলে তাদের
প্রতিনিধিরা কার্ড সংগ্রহ করতে পারবে। এ সময়ের মধ্যে যদি কেউ পরিচয়পত্র
সংগ্রহ করতে ব্যর্থ হয় তা হলে পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা বা জেলা
নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে। "
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রসঙ্গে তিনি বলেন, বিএনএফ
নিয়ে ব্যারিস্টার নাজমুল হুদার বক্তব্যের বিষয়টি আমরা পত্রিকায় দেখেছি।
বিষয়টি আমাদের কাছে সরাসরি আসেনি, এই ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই।
COMMENTS