আশজাদ রসুল সিরাজীঃ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু দিন পরপর নতুন নিয়ম জারি করার প্রতিবাদে এবং সর্বোচ্চ গ্রেডিং পদ্ধতি বি-পাস প্রবর্তনের দাবিতে সম্মান দ্বিতীয় বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী প্রধান ফটকে বিক্ষোভ করে ভিসির নিকট স্মারকলিপি দিয়েছেন।
রোববার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করা হয়। কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা চলে যায়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক এক সময় এক এক নিয়ম করেন। এতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়। তারা অনার্স পার্ট-২ দের ক্ষেত্রে প্রমোশন, প্রবর্তিত সৃজনশীল গ্রেডিং পদ্ধতির বাস্তবায়ন ও সর্বোচ্চ গ্রেডিং পদ্ধতি বি-পাস নির্ধারণের দাবিতে ভিসির নিকট স্মারকলিপি দেয়।
৫টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ গ্রহণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখার কারণে ৩ ঘন্টা ক্যাম্পাসের ভেতরে সর্বসাধারণের যাতায়াত বন্ধ থাকে। পুলিশ আন্দোলনকারীদের বিরত করতে ব্যর্থ হয়। বেলা পৌনে ২টার দিকে ভিসির প্রতিনিধি প্রধান ফটকে এসে রোববার রাতের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়।
শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতের মধ্যে দাবি পূরন পূরন না করলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় অবরোধ করা হবে।
শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতের মধ্যে দাবি পূরন পূরন না করলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় অবরোধ করা হবে।
COMMENTS