‘বেগম খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে অবস্থান নেয়ায় আমাকে ১৫দিন জেল খাটতে হয়েছে। তারেক রহমানকে নিয়ে সংসদে বক্তব্য দেয়ায় সরকার দলের সাংসদরা আমাকে বলেছে-আমি তারেক রহমানকে খুদিরাম, তিতুমীর বানিয়েছি। আমার চরিত্র নিয়েও আজেবাজে কথা বলেছে। কিন্তু এখন তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে আমার ভুয়া ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, আমি তারেক রহমানের নৈতিকতা নিয়ে কথা বলেছি। তিনি আমার নেতা, তাকে অসম্মান করার প্রশ্নই আসে না।’ বলছিলেন বিএনপি দলীয় নারী সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ব্লগ ও সাউন্ড ক্লিপিং সাইটগুলোতে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দেয়া হয়েছে। দাবি করা হচ্ছে এটি সাংসদ পাপিয়ার ফোনালাপ। যেখানে তিনি তারেক রহমানের নৈতিকতা ও দলীয় নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এমনকি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও নেতিবাচক কথপোকথন শোনা গেছে। এক পর্যায়ে তারেক রহমানকে ‘রাবিশ’ বলেও সম্বোদন করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ব্লগ ও সাউন্ড ক্লিপিং সাইটগুলোতে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দেয়া হয়েছে। দাবি করা হচ্ছে এটি সাংসদ পাপিয়ার ফোনালাপ। যেখানে তিনি তারেক রহমানের নৈতিকতা ও দলীয় নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এমনকি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও নেতিবাচক কথপোকথন শোনা গেছে। এক পর্যায়ে তারেক রহমানকে ‘রাবিশ’ বলেও সম্বোদন করা হয়েছে।
তবে বিএনপি নেত্রী আশিফা আশরাফীর দাবি, সরকারদল রাজনৈতিকভাবে বিরোধীদলকে মোকাবেলায় ব্যর্থ হয়ে প্রযুক্তিগত ষড়যন্ত্রে নেমেছে। তিনি বলেন, ‘এর আগেও প্রযুক্তির অপব্যবহার করে আল্লামা শফি, জয়নাল আবদিন ফারুকসহ বিভিন্ন জনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পত্রিকায় বিএনপি চেয়ারপারসনের স্বাক্ষর জাল করে নিবন্ধ ছাপানো হয়েছে। পরবর্তীতে বেগম জিয়া সংসদে এসব মিথ্যাচারের কথা তুলে ধরেছেন। সামনে সংসদ বসছে। আমরা যেন সংসদ অধিবেশনে যেতে না পারি সেজন্য আগে থেকেই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।’
পাপিয়া বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা অপপ্রচার চালানো সাইটগুলোতে গিয়ে কমেন্ট করছে। এগুলো যে অসত্য তা তুলে ধরছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের কমেন্টগুলো সরিয়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশ আছেন। তার বিরুদ্ধে নেতিবাচক কথা বলার প্রশ্নই আসে না। তারেক রহমান আগামী প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা চাচ্ছি যে করেই হোক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে।’
বিএনপি নেত্রী বলেন, ‘এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। সময় এলে জনগণ ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।’ এসময় তিনি অপপ্রচারে কান দিয়ে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে সাংসদ পাপিয়ার ফোনালাপ বলে দাবি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ওই অডিও ক্লিপে শোনা গেছে, তিনি জনৈক ইকবাল নামের এক লোকের সঙ্গে কথা বলছেন। যেখানে তিনি সম্প্রতি বিএনপি নবগঠিত আন্তর্জাতিক কমিটি নিয়ে তারেক রহমানের অবস্থানের সমালোচনা করা হয়েছে। পাঠকদের জন্য তুলে দেয়া হল কথপোকথনগুলো।
ইকবাল: পাপিয়া আপা কেমন আছেন। লন্ডন থেকে ইকবাল বলছি? ইউকে বিএনপির কমিটি হয়েছে। জানেন?
পাপিয়া: কমিটি কী পছন্দ হয়েছে?
ইকবাল: ফাইভ পাস এক লোককে কমিটির সভাপতি বানানো হয়েছে। বিএনপির উচিত ছিলো মেইন স্ট্রিমের লোকদেরকে দিয়ে কমিটি গঠন করা।
পাপিয়া: তারেক রহমানের রুচি আর পাল্টালো না। ওতো নিজেই মেট্রিক পাশ তাই সে ফাইভ পাস লোককেই পছন্দ করে। কোনও লোককেই ভালো চোখে দেখে না।
ইকবাল: একজন রেস্টুরেন্টের ম্যানেজারকে সেক্রেটারি করা হয়েছে।
পাপিয়া: তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে। কিছুই হবে না। রাবিশ। একেবারেই রাবিশ। উনিতো ভালো লোককে, ভদ্র লোককে, যোগ্য লোককে পছন্দই করে না। এজন্য দলটা আসলে করতে ইচ্ছা করে না।
COMMENTS