তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে তার এলাকার যুবদল নেতা-কর্মীরা। এই দাবিতে তারা বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পাপিয়ার বিরুদ্ধে জেলা শহরে ঝাড়ুমিছিল করেছে।
পাপিয়ার একটি অডিও কথোপকথন সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে, যাতে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে নিয়ে বিরূপ মন্তব্য রয়েছে বলে যুবদল নেতাদের অভিযোগ।
তবে পাপিয়ার দাবি, অডিওটেপের ওই কণ্ঠ তার নয়।
পাপিয়ার একটি অডিও কথোপকথন সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে, যাতে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে নিয়ে বিরূপ মন্তব্য রয়েছে বলে যুবদল নেতাদের অভিযোগ।
তবে পাপিয়ার দাবি, অডিওটেপের ওই কণ্ঠ তার নয়।
সকালে ঝাড়ু মিছিলের আগে যুবদলের নেতা-কর্মীরা শহরের কোর্ট বাগান এলাকায় সমাবেশ করে।
সমাবেশে যুবদলের জেলা সভাপতি ওবাইদুল হক পাঠান বলেন, “পাপিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্বন্ধে আপত্তিকর কথা বলে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।”
যুবদলের জেলা সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফও ওই সমাবেশে বক্তব্য রাখেন।
এদিকে এই বিক্ষোভের প্রতিক্রিয়ায় পাপিয়া বলেন, “যারা বিক্ষোভ করেছে, তারা সরকারের এজেন্ট।”
ওই অডিও টেপের বিষয়ে তিনি বলেন, “এটি আমার কণ্ঠ নয়। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অন্যের কণ্ঠ আমার কণ্ঠের মতো বানানো হয়েছে।”
দলে অবস্থান নষ্ট করতে কুচক্রী মহল এই কাজ করেছে বলে দাবি করেন সংরক্ষিত আসনের ওই সংসদ সদস্য।
COMMENTS