দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ ও গাজীপুরে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই ৬ প্রতিষ্ঠানের প্রতিনিধিকে তলব করে এ জরিমানা করেন।
এর মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসকে ৫ লাখ টাকা, অবন্তী কালার টেক্সটাইল লিমিটেডকে ১৫ লাখ টাকা, এম এস ডাইং লিমিটেডকে ১৮ লাখ টাকা, মার্টিন নিট ওয়্যার লিমিটেডকে ২ লাখ টাকা, রিবলাইন ফ্যাশনস লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং গাজীপুরের শ্রীপুর মাস্টারবাড়ি গড়গড়িয়া এলাকার ক্রিস্টাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ (প্রা.) লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ত্রুটিপূর্ণ তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) পরিচালনা এবং ইটিপি বন্ধ রেখে কারখানা সৃষ্ট তরল বর্জ্য সরাসরি খালে ফেলার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
COMMENTS