পুলিশের এক ডিআইজির মেয়ের নাক ফোড়ন উপলক্ষে শুক্রবার গাজীপুরের একটি পিকনিক স্পটে প্রায় আড়াইশ লোককে আমন্ত্রণ করে দিনভর চলে নানা অনুষ্ঠান আর ভোজ।
অতিথিদের মধ্যে ঢাকা অঞ্চলের ওসি, বেশ কয়েজন পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা। ছিলেন ডিআইজির পরিবার পরিজন ও শ্বশুড় বাড়ির অতিথিরা। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সদস্য জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি ও গাজীপুর জেলার সাবেক পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নূরুজ্জামান তার মেয়ে মারিয়া আক্তারের (৭) কান ও নাক ফোড়ন উপলক্ষ্যে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরের রাঙ্গামাটি পিকনিক স্পটে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেন। দিনভর চলে গান বাজনা ও অতিথিদের আনাগোনা। দুপরে পরিবেশন করা হয় বিরানী, মুরগির রোষ্ট ও গরুর গোস্তসহ কয়েক পদের খাবার।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক অবশ্য জানান, অনুষ্ঠানটি ছিল ডিআইজির পারিবারিক অনুষ্ঠান। এতে তার পরিবারের লোকজন অংশ নেন।
COMMENTS