পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী পাঠানোর লক্ষ্যে জাতীয় ডাটাবেজের জন্য সারাদেশে নিবন্ধন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার, ২২ সেপ্টেম্বর থেকে এ নিবন্ধন শুরু হচ্ছে। এ নিবন্ধন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এতে মালয়েশিয়ার জন্য যেসব শ্রমিক নিবন্ধন করেছিলেন তারাও ইচ্ছা করলে নাম লেখাতে পারবেন। কারণ এ ডাটাবেজ থেকে নারী-পুরুষ নির্বিশেষে ভবিষ্যতে সরকারি-বেসরকারিভাবে বিদেশে শ্রমিক যাবে।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে বঙ্গবন্ধু সরকারের আমলে শুরু হয় জনশক্তি রফতানি। প্রথম দিকে মাত্র সাড়ে তিন হাজার শ্রমিক দিয়ে রফতানি খাত শুরু হলেও তা এখন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গত জোট সরকারের আমলে পাঁচ বছরে বিভিন্ন দেশে শ্রমিক গেছেন মাত্র ৯ লাখ ৭৫ হাজার কিন্তু বর্তমান মহাজোট সরকারের আমলে শ্রমিক গেছেন প্রায় ২৩ লাখ। এটি শুধু সম্ভব হয়েছে বর্তমান সরকারের আন্তরিকতার কারণে।
তিনি জানান, ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন শুরু হবে। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন শুরু হবে ২৮ সেপ্টেম্বর। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু হবে ৪ অক্টোবর এবং শেষ হবে ১০ অক্টোবর। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের সব ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র, নগর তথ্য সেবাকেন্দ্র, পৌরসভা তথ্য সেবাকেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য খরচ পড়বে ২৫০ টাকা।
তিনি বলেন, আগামী দুই বছর পর্যন্ত এই নিবন্ধন তালিকা থেকে বিদেশে লোক পাঠানো হবে। তবে এই সময়ের মধ্যে মধ্যে ১৮ বছর পূর্ণ হলে যে কেউ যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করেন এবারে ২০ লাখেরও বেশি শ্রমিক নিবন্ধন হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এর আগে জানুয়ারি মাসে মালয়েশিয়ায় বনায়ন খাতে খাতে কর্মী পাঠানোর জন্য সারাদেশে নিবন্ধন হয়। ওই সময় প্রায় সাড়ে ১৪ লাখ লোক নিবন্ধন করেছিলেন। তাদের মধ্য থেকে ৫শ’রও কম লোক এখন মালয়েশিয়া যেতে পেরেছেন। ওই তালিকার বাকিরা নতুন নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারবেন। বর্তমানে পৃথিবীর ১৫৮টি দেশে প্রায় ৮৫ লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কর্মরত আছেন।
যারা নিবন্ধন করতে পারবেন : আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। শুধু নারী গৃহকর্মীদের পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে তবে অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর। যে কোনো দেশের জন্য এ রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী ২০০-এর অধিক ট্রেড বা পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন। এছাড়া যাদের বিশেষ কোনো ট্রেড বা পেশায় দক্ষতা নাই তারা সাধারণ কর্মী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, নগর তথ্য ও সেবা কেন্দ্র, পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সরকারি রেজিস্ট্রেশন ফিস বাবদ ১৫০ টাকা এবং ফরম পূরণের সহায়তা করার জন্য উদ্যোক্তাকে ১০০ টাকাসহ সর্বমোট ২৫০ টাকা ফি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
http://probashi.gov.bd
COMMENTS