বিদ্যা বালানের স্টাইল সবটুকুই চুরি করেছেন ঋতুপর্ণা। অন্তত সমালোচকরা তাই বলছেন। তার নতুন ছবি ‘চারুলতা ২০১১’ তে বিদ্যা বালানের স্টাইল-পোজ ৯৯ শতাংশ নকল করেছেন ঋতু!
এফ-এইচ-এম ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে, নভেম্বর ২০১০’-এর সংখ্যায় সিল্ক স্মিতা বিদ্যা বালানকে দেখা গিয়েছিল পিঠ উন্মুক্ত করে শাড়ি পরা একটি ছবিতে। ছবিটিতে শাড়ি পরা-টপলেস বিদ্যার পিঠের নিখুঁত ঢেউয়ের পাশাপাশিই চুলের কার্ল ও ম্যাচিং গয়নায় ফুটে উঠেছিল মোহময়ী এক গ্ল্যামারের লুক।
এফ-এইচ-এম ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে, নভেম্বর ২০১০’-এর সংখ্যায় সিল্ক স্মিতা বিদ্যা বালানকে দেখা গিয়েছিল পিঠ উন্মুক্ত করে শাড়ি পরা একটি ছবিতে। ছবিটিতে শাড়ি পরা-টপলেস বিদ্যার পিঠের নিখুঁত ঢেউয়ের পাশাপাশিই চুলের কার্ল ও ম্যাচিং গয়নায় ফুটে উঠেছিল মোহময়ী এক গ্ল্যামারের লুক।
‘চারুলতা ২০১১’র কিছু ছবিতেও বিদ্যার অবিকল সাজে এবারে দেখা গেল ঋতুপর্ণাকে। বিদ্যার একেবারে কার্বন কপি! উন্মুক্ত পিঠ, কানের দুল, এ্যাঙক্লেট, চুলের ভাঁজ এমনকি শাড়ি পরার ভঙ্গিও এক।
যদিও দুজনের শাড়ির রঙ ভিন্ন। বিদ্যার ছিল সবুজ পাড় সাদা শাড়ি আর ঋতুর সাদা লাল। তবে দুটো ছবি সম্পূর্ণ একভাবে অজান্তে যে তোলা যায় না তা সমালোচকরা স্পষ্টই বলে দিয়েছেন।
COMMENTS