টঙ্গী ও বোর্ডবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, নরসিংদী জেলার বেলাব এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩০) ও বড়বাড়ি এলাকার রাবাব ফ্যাশন কারখানার শ্রমিক আব্দুল জলিল (২৫)।
নিহতরা হলেন, নরসিংদী জেলার বেলাব এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩০) ও বড়বাড়ি এলাকার রাবাব ফ্যাশন কারখানার শ্রমিক আব্দুল জলিল (২৫)।
পুলিশ জানায়, টঙ্গীর বোর্ডবাজার এলাকায় একটি বাস রিকশা চালক সবুজ মিয়াকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত সবুজকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে টঙ্গীর সফিউদ্দিন রোডে আরেকটি বাসের ধাক্কায় আব্দুল জলিল নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
COMMENTS