গাজীপুরে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর মহানগরের গাছা ইউনিট আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষোভ সুখ দুঃখ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা সোমবার নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজী আকরাম হোসেন সরকার, হাজী মোহাম্মদ আলী, নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডল, মো. মোহাম্মদ আলী, শিরিনা আক্তার, আব্দুল মজিদ মিয়া, মশিউর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আফজাল হোসেন খান, হাবিবুল্লাহ চৌধুরী, হাজী মনিরুজ্জামান মনির, মশিউর রহমান মশি, রাশেদুল ইসলাম জুয়েল মন্ডল প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল তৃণমূল নেতাকর্মীদের সুখ দুঃখের কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি তৃণমূল নেতাকর্মীদেরকে অতীতের সকল সুখ দুঃখ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। বিএনপি, জামাত ও হেফাজতদের উদ্দেশে তিনি বলেন, ধর্মকে ভোটের রাজনীতিতে আনবেন না। অপপ্রচার চালিয়ে মানুষকে ধোঁকা দিবেন না।
আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
COMMENTS