সুসংগঠিতভাবে সাক্ষরতার আন্দোলনকে এগিয়ে নিতে হবে বলে অভিমত প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি রোববার গাজীপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
রোববার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিলনায়তনে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শাহনেওয়াজ দিলরুবা খান।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, উন্নয়ন ও অগ্রগতিতে সাক্ষরতার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার গুণনগতমান বৃদ্ধিতে সফল হয়েছে। পূর্ণ সাক্ষরতার লক্ষ্যে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ জন্য সুসংগঠিতভাবে সাক্ষরতার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সেই সঙ্গে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিনুল ইমলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, অধ্যাপক এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রিপন লস্কর, বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ।
COMMENTS