জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে এ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে অভিমত প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি মঙ্গলবার গাজীপুরের এক অনুষ্ঠানে এ কথা বলেন।
খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ভৌত অবকাঠামো উন্নয়নের কার্যক্রম শুরু করেন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি। সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার অভিপ্রায় নিয়ে ওই স্কুলের উন্নয়নে দ্বিতীয় বারের ন্যায় আবার ভবন নির্মাণের জন্য অনুদানের ব্যবস্থা করেছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র সন্তান তরুণ রাজনীতিবিদ মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সব কথা ওঠে আসে খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্যে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
মঙ্গলবার খাইলকুর সরকারি ছয়তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক গাছা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল রশিদ, গাছা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ মহি, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল, কাউন্সিলর শিরিন আক্তার, খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শামসুন্নাহার, মনিরুজ্জামান প্রমুখ।
সরকারের ধারাবাহিকতার ধারার গুরুত্ব ব্যাখ্যা করে প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি, যোগাযোগ খাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের উন্নয়নের ধারার ধারাবাহিকতা ধরে রাখার জন্য বর্তমান সরকারের আরেকবার ক্ষমতায় আসা প্রয়োজন। আসলে দেশের প্রতি আন্তরিকতা থাকলে, দেশের মানুষের প্রতি ভালবাসা থাকলে, স্বদেশপ্রেম থাকলে সবকিছু সম্ভব বলে মন্তব্য করেন তরুণ রাজনীতিবিদ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, যার দৃষ্টান্তমূলক প্রমাণ রেখেছেন জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে। সারা বিশ্বের কাছে এ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিভিন্ন উড়ালসেতুর কথা উল্লেখ করে মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা যুগান্তরকারী উন্নয়ন সাধন করেছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, হেফাজতে ইসলাম নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়, শুধুমাত্র নারীরা রান্না করবে, স্বামীর খেদমত করবে সেটাই তারা ভাবে। লেখাপড়া করেও স্বামীর খেদমত করা যায়। চাকরি করে স্বামীর খেদমত করা যায় বলে তিনি মন্তব্য করেন। তোমরা কি জানো হেফাজতিদের সঙ্গে মিলেছে বিএনপি ও জামায়াত। ছাত্র-ছাত্রীদেরকে তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।
গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে যে অপরাজনীতি হচ্ছে সেদিকেও সর্তক থাকার আহবান জানান প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, হেফাজতিরা এখন বলছেন , ওই দিন ৬১ জন মারা গেছে। এ সম্পর্কে যে তালিকা দিয়েছে তাও ভুয়া। জীবিতদের মৃত বলে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সবাই এখন তা বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে তেঁতুল হুজুরের তত্ত্ব ও বিরোধী দলের নেত্রীর জীবনযাপন- সাজুগুজু নিয়ে ব্যাপক সমালোচনা করেন মো. জাহিদ আহসান রাসেল এমপি।
খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালযের নতুন ভবনের নির্র্মাণ কাজ শেষ হলে এ বিদ্যালয়টি লেখাপড়ার জন্য একটি প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি। টঙ্গী-গাছা-জয়দেবপুর এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, যোগাযোগ, খেলাধুলাসহ বিভিন্ন খাতে বিগত সাড়ে চার বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন তিনি। গাছা এলাকায় একটি উন্নত হাসপাতাল নির্মাণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
তিনি বলেন, আরও অনেক কাজের উদ্যোগ নিয়েছি তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আবার নৌকা মার্কায় ভোট চাই। অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা চাই।’
আলোচনা পর্বের পর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
COMMENTS