গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (ডুয়েট) চারটি হলের বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।
গাজীপুরে বৃহস্পতিবার ডুয়েট-এর চারটি হলের ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাত করে মো. জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
গাজীপুরে বৃহস্পতিবার ডুয়েট-এর চারটি হলের ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাত করে মো. জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় মো. জাহিদ আহসান রাসেল এমপি নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, কমিটি সংগঠনকে শক্তিশালী করে তোলে। নতুন কমিটি নব নব চিন্তায় সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। কমিটি সংগঠনের আদর্শ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। এ কমিটিগুলো জননেত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা যাতে রাখতে পারে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান মো. জাহিদ আহসান রাসেল এমপি।
ডুয়েটের চারটি হলের বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যারা সাক্ষাত করেন তারা হলেন কাজী নজরুল ইসলাম হল শাখার-সভাপতি মো. জালাল হক, সাধারণ সম্পাদক প্রান্ত সরকার সাংগঠনিক সম্পাদক রাজেস বোড়ুয়া, শহীদ মুক্তিযোদ্ধা হল শাখার-সভাপতি রুপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। ড. কুদরত-ই-খোদা হল শাখার-সভাপতি মো. জোবায়েদ হুসাইন, সাধারণ সম্পাদক রেজাউল রহমান (রাতুল)।
ড. এফ আর খান হল শাখার-সভাপতি মো. হাবিবুর রহমান জয়, সাধারণ সম্পাদক আসিফ রহমান মিথুন।
এছাড়াও সাক্ষাতকালে ডুয়েট কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি আ্ব্দুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি মিল্টন চৌধুরী, যুগ্ম সম্পাদক শিহাব আল মুত্তাকীন, মো. ইসম্ইাল, সাংগঠনিক সম্পাদক মো. হাসান তারেক উপস্থিত ছিলেন।
COMMENTS