সফিপুরে বাসচাপায় মিঠু নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বরিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনসার-ভিডিপি একাডেমীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখলে ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, বরিবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের নবীনগর থেকে গাজীপুরগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৫৩৮) সফিপুর আনসার ভিডিপি একাডেমীর সামনে মিষ্ঠু হোসেকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিঠু জামালপুর সদর উপজেলার উল্ল্যারচর এলাকার বাবুল মিয়ার ছেলে। সম্প্রতি সাভারে তার বোনের বাসায় বেড়াতে আসে।এ ঘটনায় স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখলে ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, বরিবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের নবীনগর থেকে গাজীপুরগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৫৩৮) সফিপুর আনসার ভিডিপি একাডেমীর সামনে মিষ্ঠু হোসেকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে গাজীপুর সদরের কোনাবাড়ী কলেজ পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। বাসটি আটক করে কোনাবাড়ী হাইওয়ে থানা আনা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যথাযথ নিয়মে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
COMMENTS