শনিবার দুপুরে গাজীপুর শহরে ট্রাস্ট কমিউনিটি সেন্টারে দলের তৃণমূল নেতাদের সঙ্গে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে শেষ করতে এসেছিল, তারা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো আমাদের আদর্শ ও জনগণ নিয়ে।
সাজেদা চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগকে শেষ করতে এসেছিল তারা আজ আর নেই। আস্তে আস্তে তারা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আছি, ইনশাল্লাহ আমরা আমাদের আদর্শ ও জনগণ নিয়ে টিকে থাকব।
তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের বৈতরণী পাড়ি দেই।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রতিটি সৈনিককে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতে হবে। রক্তদিয়ে যে দেশকে আমরা স্বাধীন করেছি, সে দেশের দায়িত্ব আমরা স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিতে পারি না। স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হচ্ছে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ বাংলাদেশের শক্তি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ধর্মকে রাজনীতিতে আনতে চাইনা, ধর্মকে রাজনীতিতে এনে ধর্মকে কুলষিত করতে চাই না।
জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকম মেজাম্মেল হক এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক মো. আখতার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকম মেজাম্মেল হক এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক মো. আখতার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী যোগ দেন।
COMMENTS