সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় বলে অভিমত প্রকাশ করেন তরুণ রাজনীতিবিদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বৃহস্পতিবার টঙ্গীর আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন।
তরুণ রাজনীতিবিদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর জাতির জনকের দৌহিত্র. প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় দেশের উত্তরাঞ্চলের সফরের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে এক জনসভায় অংশ নিবেন।
তরুণ রাজনীতিবিদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর জাতির জনকের দৌহিত্র. প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় দেশের উত্তরাঞ্চলের সফরের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে এক জনসভায় অংশ নিবেন।
১৫ সেপ্টেম্বর রোববার সজীব ওয়াজেদ জয় ময়মনসিংহ যাওয়ার পথে সকাল ৯টায় টঙ্গীতে ও গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সকাল ১০টায় পথসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও ১৬ সেপ্টেম্বর বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ গাজীপুরের কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে বিকাল ৩টায় জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এসব পথসভায় স্থানীয় উপজেলা-জেলার নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের স্বতঃস্ফূতভাবে যোগদান করতে বৃহস্পতিবার টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় তিনি সজীব ওয়াজেদ জয়ের শিক্ষা ও কর্ম জীবনের বর্ণনা তুলে ধরেন ওই প্রস্ততি সভায়।
তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। এ সকল পথসভায় ও জনসভায় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে সজীব ওয়াজেদ সজীব জয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন বলে অভিমত প্রকাশ করেন মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অন্যানোর মধ্যে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, বিকম মতিউর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজহার উদ্দিন, জাহিদ আল মামুন, একেএম গিয়াস উদ্দিন, মাজহারুল ইসলাম দিপু, শাহিন আহেমদ মিশু, বিল্লাল হোসেন মোল্লা, মো. কামাল হোসেন, গাজী ইকবাল প্রমুখ।
এদিকে সজীব ওয়াজেদ জয়ের আগমনকে কেন্দ্র করে টঙ্গী-গাজীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
COMMENTS