চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কে 'চমক' হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মতবিনিময় শুরু হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মতবিনিময় শুরু হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় বলেন, আমি আসলে চমকের কথা কিছু বলিনি। আমি বলেছিলাম তিনদিন পর কিছু একটা দেখাব। চট্টগ্রামের তরুণদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সেই চমকের যাত্রা শুরু হলো বলে জয় মন্তব্য করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির কারণ জানতে চাইলে জয় বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে বিরোধী দল। তারা একবার আলোচনার কথা বলে। আবার পিছিয়ে যায়। আলোচনার মূল জায়গা সংসদ। সংসদে এসে তারা কথা বলতে পারেন। প্রয়োজনে সংসদের বাইরেও আলোচনা হতে পারে বলে জয় উল্লেখ করেন।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা নির্ধারণ করতে সংবিধান সংশোধন করার প্রয়োজন রয়েছে কিনা জানতে চাইলে জয় এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।
COMMENTS