প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ রোববার থেকে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন।
দলের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে রোববার সকাল ৯টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সজীব ওয়াজেদ জয়ের গাড়িবহর রওনা হয়।
দলের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে রোববার সকাল ৯টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সজীব ওয়াজেদ জয়ের গাড়িবহর রওনা হয়।
জয়ের বিশেষ সফরসঙ্গী হিসেবে রয়েছেন, সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরাফাত এ রহমান। এছাড়াও, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনিরুজ্জামান মনির, আনোয়ারুল আজিম সাদেক, রিয়াজুল আহসান খান, আসিফ মোহাম্মদ জলি, রফিকুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ আলম, হাবিবুর রহমান, জুবাইদুল হক রাসেল ও আবদুল্লাহ আবু সায়েম।
টঙ্গী পর্যন্ত পথের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছে; হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিয়েছেন জয়।
সজীব ওয়াজেদ জয় সকাল ১০ টা ৫৫ মিনিটে টঙ্গী টেলিফোন শিল্প সংস্থা মাঠে এক পথসভায় উপস্থিত হন। এসময় স্হানীয় বিপুল সংখ্যক নেতা কর্মী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পির নেতৃত্বে জয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।
সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে গাজীপুরে ইলেকট্রনিক শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ময়মনসিংহ যাওয়ার পথে আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে টঙ্গীর টেশিস (টেলিফোন শিল্প সংস্থা) মাঠে আয়োজিত এক পথসভায় জয় এ কথা বলেন।
![]() |
চান্দনা চৌরাস্তা স্কুল মাঠে জয় |
পথসভায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।
জয়ের পরবর্তী পথসভা গাজীপুরের চান্দনা চৌরাস্তা স্কুল মাঠে এখন অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল চারটার দিকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠসংলগ্ন জিমনেশিয়ামে আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি বক্তৃতা করবেন।
COMMENTS