আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা
সজিব ওয়াজেদ জয় টঙ্গীর হোসেন মার্কেট সংলগ্ন টেলিফোন শিল্পসংস্থা মাঠে
আয়োজিত রাজনৈতিক সফরের প্রথম পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জয় বলেন, আওয়ামী লীগ শ্রমিকদের বেতন বাড়িয়েছে। আরো বাড়াবে। প্রতিটি মানুষের জন্য আবাসন ব্যবস্থা করবে। শ্রমিকদের সস্তায় এপার্টমেন্ট দেওয়ারও ব্যবস্থা করা হবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করছি। দেশের উন্নয়নের জন্য কাজ করছি। আমরা বিদ্যুৎ দিয়েছি। আগে বিদ্যুতের অভাবে ৮-১০ঘন্টা কলকারখানা বন্ধ থাকতো। এখন আর বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ থাকছে না। বিএনপি ক্ষমতায় আসলে আবার দেশে জঙ্গী ও বোমাবাজরা বেরিয়ে আসবে। দেশ অন্ধকারের দিকে চলে যাবে। আর আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের উন্নয়নে সামগ্রীকভাবে কাজ করছে। দেশে তর“ণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসলে টঙ্গীতে ইলেট্রনিক্স কারখানার জোন গড়ে তুলা হবে।
আমরা
সন্ত্রাস বন্ধ করেছি। আমাদের সময় দেশে বোমা হামলা হয়নি। আপনারা শান্তিতে
বসবাস করেছেন। বিএনপি এলে সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি আবার ফিরে আসবে।
বিদ্যুতের অভাবে কারখানা বন্ধ হয়ে যাবে। ভিশন ২০২১ এর অর্ধেক পথ পেরিয়েছি।
একাত্তরের যে অসমাপ্ত বিপ্লব তা আমরা শেষ করতে চাই। আপনারা ওয়াদা করেন-
নৌকায় ভোট দেবেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে পথসভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতার“জ্জামান, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উলা খান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রজব আলী, টঙ্গী থানা ছাত্রলীগ নেতা শফি আহম্মেদ শফি, মোহাম্মদ কাজী সেলিম, মোতাহার হোসেন খান মিঠু, গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মো. হুমায়ন কবির বাপ্পি, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম, কাজী মন্জুর, মো. সরকার বাবু, মো. শাহিন, মো. মোক্তার হোসেন, কাজী রাব্বি হাসান শুভ, কামর“ন নাহার পিয়া, রঞ্জু সরকার, খাজা প্রমুখ।
সকাল ৯টার দিকে এলাকার নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের ছবি সম্বলিত পোষ্টার ও ব্যানার-ফেষ্টুন হাতে নিয়ে প্রচন্ড রৌদ্র ওপেক্ষা করে মিছিলসহকারে বাদ্য বাজিয়ে সভাস্থলে যোগ দেন। পরে সজিব ওয়াজেদ জয় ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় অপর একটি পথসভায় যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা হন।
COMMENTS