প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর মাইকিং ও আ.লীগ ব্যাপক প্রস্ততি গ্রহন করেছে। আগামীকাল সোমবার উত্তর বঙ্গে যাওয়ার পথে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু হাইস্কুল মাঠে এক পথ সভায় সজিব ওয়াজেদ জয় বক্তব্য রাখবেন বলে জানা গেছে। পথ সভা উপলক্ষে বঙ্গবন্ধু হাইস্কুল মাঠে একটি মঞ্চ তৈরী ও প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। এছাড়া ব্যানার ফেষ্টুন, তোরন নির্মান করা হয়েছে বঙ্গবন্ধু হাইস্কুলের আশপাশে। বরিবার সকাল থেকে ওই কলেজ মাঠে তৈরী করা মঞ্চ পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মনিটরিং করছে।
এছাড়া জয়ের আগমন উপলক্ষে রবিবার বিকেল ৫টার দিকে কালিয়াকৈর পৌর আ.লীগের উদ্যোগে উপজেলার সফিপুর বাজার এলাকায় আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আরিফ হোসেন খোকন বলেন, উত্তর বঙ্গে সফরে যাওয়ার পথে সজিব ওয়াজেদ জয় কালিয়াকৈরের চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু হাইস্কুল মাঠে পথ সভায় যোগদান করবেন। তাঁর আগমন উপলক্ষে কালিয়াকৈর আ.লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, পথসভাস্থলের নিরাপত্তা দিতে রবিবার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু হাইস্কুল মাঠে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
COMMENTS