জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দলীয় সভানেত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না।
নির্বাচন সামনে রেখে দুই দিনের প্রচারাভিযানের দ্বিতীয় দিন সোমবার দুপুরে টাঙ্গাইল সদরে ভাসানী মিলনায়তনে আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য দেন জয়।
নির্বাচন সামনে রেখে দুই দিনের প্রচারাভিযানের দ্বিতীয় দিন সোমবার দুপুরে টাঙ্গাইল সদরে ভাসানী মিলনায়তনে আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য দেন জয়।
বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে কেউ হারাতে পারবে না।”
জাতীয় নির্বাচনে কে দলীয় প্রার্থী হবে সে বিষয়টিও মাথায় আনা যাবে না বলে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়।
নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রায় দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে।”
এর আগে টাঙ্গাইলের মধুপুরের রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ভবিষ্যতের উন্নয়নের স্বার্থে তরুণদের আওয়ামী লীগের পক্ষে থাকার আহ্বান জানান জয়।
তিনি বলেন, “তরুণরা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের ভবিষ্যতের জন্য কাজ করছি।”
যুদ্ধাপরাধীদের সাজা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগকে নির্বাচিত করার বিকল্প নেই বলে মনে করেন জয়।
প্রধানমন্ত্রীর পুত্র বলেন, একাত্তরের যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়।
“তাই সামনের নির্বাচন শুধুই একটি সাধারণ নির্বাচন নয়। একাত্তরের বিপ্লব শেষ করার নির্বাচন এটি। আওয়ামী লীগ জয়ী হলে স্বাধীনতাবিরোধী শক্তিকে আমরা মুছে ফেলতে পারব।”
এই ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার জন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি।
বক্তৃতায় কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন জয়।
জনসভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদরের উদ্দেশে ঘাটাইল মোড়ে পৌঁছায় জয়ের গাড়িবহর। সেখানে কয়েক হাজার মানুষ তার গাড়িবহর ঘিরে ধরে। গাড়ির ভিতর থেকেই সমবেতদের শুভেচ্ছার জবাব দেন জয়।
আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
মধুপুর থেকে টাঙ্গাইলের পথে রাস্তার দুপাশে যেখানে বাজার আছে, সেখানেই হাজার হাজার নারী-পুরুষ জয়কে শুভেচ্ছা জানান।
বেলা দেড়টায় এলেঙ্গায় পৌঁছায় জয়ের গাড়িবহর। সেখানে আরেকটি পথসভায় বক্তব্য দেন তিনি।
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী লীগকে ভোট দিতে বলেন প্রধানমন্ত্রীর ছেলে।
সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয় জয়ের গাড়িবহর। বেলা সোয়া ১১টায় মধুপুরের রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তাকে স্বাগত জানান।
মধুপুরে আসার পথে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জয়কে স্বাগত জানান।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভোটের আগে তাদের চাঙ্গা করতেই জয়ের এই সফর বলে আয়োজকরা জানিয়েছেন।
এর অংশ হিসাবে রোববার ঢাকা থেকে রওনা হওয়ার পর টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা কলোনি মাঠ ও গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুটি পথ সভা করেন জয়।
দুপুরে ময়মনসিংহ পৌঁছে বিকালে মুক্তাগাছা পৌর শহরের আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভা এবং ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে এক কর্মীসভায় অংশ নেন তিনি।
সোমবার বিকালে মির্জাপুর আবদুল গণি স্কুল মাঠ ও চন্দ্রায় দুটি পথসভায় অংশে নিয়ে তিনি ঢাকায় ফিরবেন।
COMMENTS