রাজীব সরকারঃ প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশে ৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারেনি। আমরা ৯ হাজার মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম হয়েছি। যার ফলে দেশের গার্মেন্টস কারখান এখন ২৪ ঘন্টা চালু থাকে। বিএনপির আমলে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গিয়েছিল বর্তমানে আমরা বন্ধ হয়ে যাওয়া ওই কারখান আবার চালু করেছে। এতে আয় বেড়েছে দ্বিগুন।
তিনি আরো বলেন, আমরা ওয়াদা করে ছিলাম ৩০ লাখ মানুষের হত্যার বিচার করবো। যার রায়ও আমরা পেয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে রাজাকার ও যুদ্ধপরাধিদের ক্ষমা করে দেবে। তাদের বিচার হবে না। আমাদের ভোট দিলে আমরা তাদের বিচার করবো। আর বিএনপিকে ভোট দিলে আমরা আবার ফিরে যাবো সেই কালো দিনে। বিএনপি আমলে প্রতি বছর দেশে বোমা হামলা হতো। আমরা গত সাড়ে ৪ বছরে একটি বোমা হামলাও হতে দেইনি। তারা আমার মা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছিল। তিনি ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরার পথে সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে এক পথ সভায় ওই সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা বানিয়েছি। ১৪ হাজার স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছি। শ্রমিকদের বেতন বাড়িয়েছে। আরো বাড়াবে। প্রতিটি মানুষের জন্য আবাসন ব্যবস্থা করবে। শ্রমিকদের সস্তায় এপার্টমেন্ট দেবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করছি। দেশের উন্নয়নের জন্য কাজ করছি। আজ মোবাইলে টাকা পাঠানো যাচ্ছে। যা আগে কল্পনা করা যেত না। আবার ক্ষমতায় গেলে ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নেব।
তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপি দূর্নীতিতে ও সন্ত্রানীতে বিশ্বে এক নম্বরে পরিণত হয়েছিল। আমরা সন্ত্রাস বন্ধ করেছি। আমরা ২০২১ সালের স্বপ্ন পূরণ করছি। অর্ধেক পূরণ হয়েছে। বাকিটা পূরণ করবো। এ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো। এ জন্য তিনি সকালের কাছে নৌকায় ভোট চান এবং সকলে নৌকায় ভোট চান।
কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি নাছিম কবীরের সভাপতিত্বে ওই পথসভায় বক্তব্য রাখেন, গাজীপুর-১ আ.ক.ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল এমপি, আজমত উল্লাহ খান, গাজীপুর সদর ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিয়াকৈর উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এছাড়া রবিবার থেকেই ওই এলাকার বঙ্গবন্ধু কলেজ মাঠের আশপাশে ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আ.লীগের নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের জয়ের ছবি সম্বলিত পোষ্টার, ব্যানার ফেষ্টুন, তোরণ নির্মান করেছেন ।
COMMENTS