ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বাহিনী সিরিয়ায় হামলা শুরু করেছে।মঙ্গলবার ভূমধ্যসাগরের মধ্য ভাগ থেকে দু”টি মিসাইল ছাড়া হয়। সে দু”টি সিরিয়া ভূখণ্ডেই পড়েছে। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
রাশিয়ার ইঙ্গিত, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী সিরিয়া আক্রমণের জন্য ইতোমধ্যেই জড়ো হয়েছে। সেই যুদ্ধ জাহাজ থেকেই এই মিসাইল হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের বিষয়টি তাদের রাডারে ধরা পড়েছে। সংবাদ: আরআইএ
রাশিয়ার ইঙ্গিত, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী সিরিয়া আক্রমণের জন্য ইতোমধ্যেই জড়ো হয়েছে। সেই যুদ্ধ জাহাজ থেকেই এই মিসাইল হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের বিষয়টি তাদের রাডারে ধরা পড়েছে। সংবাদ: আরআইএ
তবে ইসরাইল এ দাবীকে উড়িয়ে দিয়ে বলেছেন, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মিসাইল আক্রমণের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। জেরুজালেমে সেনার এক মুখপাত্র বলেন, আমরা জানি না যে এমন কোনো ঘটনা ঘটেছে।”
এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে এতদিন পর্যন্ত কেবল সীমিত সামরিক হামলা চালানোর কথা বললেও এখন ওয়াশিংটন থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট ওবামা আসলে সিরিয়ায় আরও ব্যাপক ভিত্তিক সামরিক অভিযানের পরিকল্পনা করছেন।
বলা হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা যখন সোমবার রিপাবলিকান সেনেটারদের সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন, তখন তিনি এই ব্যাপক অভিযানের আভাস দিয়েছেন।
COMMENTS