গাজীপুর-৩ আসনের এমপি অ্যাডভোকেট রহমত আলীর নামে গাজীপুরের শ্রীপুর ডিগ্রি কলেজের নামকরণ করার প্রতিবাদে শনিবার অনুষ্ঠিতব্য সমাবেশের আয়োজক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর শহর থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর শহর থেকে তাকে আটক করা হয়।
আটক জহিরুল হক মণ্ডল ওরফে বাচ্চু মণ্ডল (৫৫) জাসদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শ্রীপুর ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রহমত আলী ডিগ্রি কলেজ নামকরণ করা হয়। এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যৌথভাবে শনিবার শ্রীপুরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের আয়োজক বাচ্চু মণ্ডল।
প্রতিবাদ সমাবেশের প্রচার পত্রে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের নাম রয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
COMMENTS