পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য গাজীপুরের এক ডাইং কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন শিরিরচালা এলাকাস্থিত এ্যাপারেলস্ ২১ নামের ডাইং কারখানাকে রবিবার ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এর নেতৃত্বে রবিবার কারখানার মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণান্তে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন ব্যতিত কারখানা পরিচালনার দায়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর-ঢাকা’র সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
COMMENTS