নতুন নামকরণকৃত শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে রোববার শ্রীপুর আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তবে মন্ত্রীর ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সরকারদলীয় স্থানীয় মেয়র ও উপজেলা চেয়ারম্যান। একই সঙ্গে দাওয়াত পাননি ডিসি (জেলা প্রশাসক) ও ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কলেজের নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত ভবন উদ্বোধন, দাতা সদস্যগণকে সম্মাননা প্রদানের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, রোববার সকাল ১০টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট রহমত আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রহমত আলীর ছেলে ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জামিল হাসান দুর্জয়।
স্থানীয় সূত্র জানায়, এ্যাডভোকেট রহমত আলীর বড় ছেলে তাপসের নামে কলেজের একটি নতুন ভবন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। বিজ্ঞানী তাপস অডিটোরিয়াম নামকরণ করে ওই ভবনটি উদ্বোধন করা হতে পারে বলে সূত্রের দাবি।
এদিকে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ এবং শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আনিছুর রহমান আনিছের নাম আমন্ত্রণপত্রে নেই।
এ বিষয়ে ইকবাল হোসেন সবুজ বলেন, দাওয়াত পাইনি তাই যাব না।
প্রসঙ্গত, স্থানীয় জনগণ কর্তৃক প্রতিষ্ঠার ৪৫ বছর পর গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট রহমত আলীর নামে শ্রীপুর কলেজের নামকরণ হয়েছে ২০১৩ সালে। ফলে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ এখন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত।
১৯৬৮ সালে শ্রীপুরের সর্বস্তরের মানুষ টিনশেড ঘর তৈরি করে শ্রীপুর কলেজ প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে শ্রীপুর ডিগ্রী কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়। ২০১৩ সালে এটিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে নামকরণ করা হয়।
এ বিষয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো. রহমত আলীর মুঠোফোনে (০১৭১১৫২৫২০৫) ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
COMMENTS