রাজীব সরকারঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও বর্তমানে এটি ইমাজিং কান্ট্রিতে পরিনত হয়েছে। বিপুল সম্পদের অধিকারী বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ । ভবিষ্যতে এটি এশিয়ার টাইগারে পরিনত হবে।
তিনি বলেন, বাংলাদেশ সংস্কৃতি, কৃষি, হাই-টেক এবং শিল্প কারখানায় সমৃদ্ধ একটি দেশ। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এ দেশ টেক্সটাইল শিল্প রপ্তানীর প্রধান দেশ হিসেবে পরিনত হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকায় অবস্থিত প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমী আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মেধাবী ছাত্ররাই দেশের ভবিষ্যত। আজকের ছাত্ররা যা শিখবে, এসব তাদের জীবনে এবং এদেশের সকল মানুষের জীবনে প্রভাব ফেলবে। তারাই ভবিষতে দেশের নেতৃত্ব দেবে।
তিনি বলেন, বাংলাদেশ সংস্কৃতি, কৃষি, হাই-টেক এবং শিল্প কারখানায় সমৃদ্ধ একটি দেশ। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এ দেশ টেক্সটাইল শিল্প রপ্তানীর প্রধান দেশ হিসেবে পরিনত হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকায় অবস্থিত প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমী আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মেধাবী ছাত্ররাই দেশের ভবিষ্যত। আজকের ছাত্ররা যা শিখবে, এসব তাদের জীবনে এবং এদেশের সকল মানুষের জীবনে প্রভাব ফেলবে। তারাই ভবিষতে দেশের নেতৃত্ব দেবে।
ডেন মজীনা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের সমস্যা বাংলাদেশকেই সমাধান করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দল সমূহের মধ্যে পারস্পরিক গঠনমূলক আলোচনার কোন বিকল্প নেই। আলোচনার মাধ্যমেই একটি উপায় বের হবে এবং একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব। জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উভয় দলকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য বলেছেন, রাজনৈতিক সহিংসতা পরিত্যাগ করতে বলেছেন, কারন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোন স্থান নেই । স্কুলের চেয়ারম্যান সাইদুল আলম এবং পরিচালক ও অধ্যক্ষ মিঃ মার্টিন ম্যাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে মিসেস গ্রেস মজীনা, মিসেস মাহবুবা আলম এবং ইউএস এইডের প্রতিনিধি মিঃ রাডো মন্টিনো উপস্থিত ছিলেন।
স্কুলের চেয়ারম্যান সাইদুল আলম ইউএস এইড পরিচালিত পিসকর্প এর মত শিক্ষা সহায়ক প্রোগ্রাম পূনরায় চালু করার জন্য রাষ্ট্রদুতকে অনুরোধ জানান।
উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষকদের উন্নতির জন্য ইউএস এইড কয়েক বছর আগে পিসকর্প প্রোগাম পরিচালনা করতে। এতে গ্রামের আনেক স্কুল উপকৃত হয়েছিল। প্লেজ হারবার স্কুল শিঘ্রই তাদের ক্যাম্পাসে টিচার্স ট্রেনিং প্রোগাম চালু করবে বলে চেয়ারম্যান সাইদুল আলম জানান।
অনুষ্ঠানে ডেন মজীনা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহযোগিতায় প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমী আয়োজিত “কেমন হবে ২০৪০ সালের বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। পরে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
COMMENTS