হাজিরা বোনাস ও মজুরি বৃদ্ধির (পিস রেট) দাবিতে গাজীপুরের কাশিমপুরের পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার কারখানায় কারখানায় কাজে যোগদান না করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ ঘটনার পর কারখানা এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে সাতদিনের মধ্যে পিসরেট ও হাজিরা বোনাস বৃদ্ধি, ওভারটাইম ও নাইটবিল নগদসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে তারা কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবোধের চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের হটিয়ে দেয়।
মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে সাতদিনের মধ্যে পিসরেট ও হাজিরা বোনাস বৃদ্ধি, ওভারটাইম ও নাইটবিল নগদসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে তারা কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবোধের চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের হটিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, সোমবার কর্তৃপক্ষ জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করার পর মজুরি ও হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানান শ্রমিকরা। পরে মঙ্গলবার সকালে তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
COMMENTS