সিরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সে দেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ গভীরভাবে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে বাংলাদেশের নাগরিকদের সিরিয়া থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ গভীরভাবে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে বাংলাদেশের নাগরিকদের সিরিয়া থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশ সব আন্তর্জাতিক সংঘাত কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে। সিরিয়ার বেসামরিক মানুষ যাতে কোনো অনাকাঙ্খিত দুর্ভোগের মুখে না পড়ে, সে জন্যে বাংলাদেশ অবিলম্বে সিরিয়ার সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছে।
সিরিয়ার সংকট সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বিবৃতিতে।
সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গে বলা হয়, রাসায়নিক অস্ত্রবিষয়ক সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ যেকোনো পরিস্থিতিতে যে কারো রাসায়নিক অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানায়।
COMMENTS