গাজীপুর সদর উপজেলার তারগাছ এলাকা থেকে হাতবোমা, বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরীর সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ইশ্বরগ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাজমুল হাসান (১৯), ফুলবাড়ীয়া উপজেলার পেতবাড়ী গ্রামের মোশারফ হোসেনের ছেলে রাশিদ হাসান(২০), গফরগাঁও উপজেলার ফুলসিটমহর গ্রামের শরীয়তের ছেলে হাসিব (১৮), হালুয়াঘাট উপজেলার তেলিগাতী গ্রামের আব্দুল হামিদের ছেলে নূর মোহাম্মদ(২১), ঢাকার খিলগাঁও এলাকার সাদেক মিয়ার ছেলে ইব্রাহীম সাদেকী (২০), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের মৃত সোহায়েব হোসেনের ছেলে গোলাম কিবরিয়া (২৩), ফেনী জেলার দাগনভুঁঞা উপজেলার এনায়েতনগর গ্রামের শাহজাহানের ছেলে শাহ জালাল(১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বিক্রমপুর গ্রামের নুরুল আমীনের ছেলে নঈমুদ্দীন (১৮), বগুড়া জেলার গাবতলী থানার রহিমারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল হাসান(২১) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার হাবিবুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (২০)।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মুক্তি মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতরা গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় কয়েকটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। পরে অগ্নিসংযোগ ও হাত বোমার প্রস্তুতির সময় এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা কেউ গাজীপুর জেলার অধিবাসী নয় তবে সবাই জামাত শিবিরের কর্মী। দুদিনের হরতালে গাজীপুরের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর ও বোমা বিস্ফোরণের সাথে এরা জড়িত রয়েছে।
COMMENTS