তারকা প্রায়ই মিথ্যা অপপ্রচারের বলি হোন। অনেক সময় ভক্তরা ছবি কিংবা ভিডিও এডিট করে মজার ছলে এগুলো করে। আবার কেউ কেউ শত্রুতা করেও এই অপপ্রচার চালায়। আবার দশটাই একটা যে ঠিক হয় না তাও বলা যাবে না।
সম্প্রতি তেমনই এক অপপ্রচারের শিকার হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়-অভিনেত্রী তিশা। গত কয়েকদিন ধরেই তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুকে অনৈতিক পেজ খুলে প্রচার করা হচ্ছে তিশার নামে নানা অশ্লীল তথ্য।
বলা হচ্ছে, এবার বের হয়েছে তিশার সেক্স স্ক্যান্ডাল। তার সঙ্গী পুরুষটির নাম বলা হচ্ছে নাট্য নির্মাতা শিহাব শাহীন। পেজটির দাবি, ভিডিওটিতে স্পষ্টভাবে তিশার চেহারা বোঝা যাচ্ছে। এমনকি ভিডিওটি ডাউনলোডের জন্য একটি লিংকও দেওয়া হয়েছে। তবে সে লিংকে গিয়ে কোন ভিডিও পাওয়া যায়নি।
সম্প্রতি তেমনই এক অপপ্রচারের শিকার হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়-অভিনেত্রী তিশা। গত কয়েকদিন ধরেই তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুকে অনৈতিক পেজ খুলে প্রচার করা হচ্ছে তিশার নামে নানা অশ্লীল তথ্য।
বলা হচ্ছে, এবার বের হয়েছে তিশার সেক্স স্ক্যান্ডাল। তার সঙ্গী পুরুষটির নাম বলা হচ্ছে নাট্য নির্মাতা শিহাব শাহীন। পেজটির দাবি, ভিডিওটিতে স্পষ্টভাবে তিশার চেহারা বোঝা যাচ্ছে। এমনকি ভিডিওটি ডাউনলোডের জন্য একটি লিংকও দেওয়া হয়েছে। তবে সে লিংকে গিয়ে কোন ভিডিও পাওয়া যায়নি।
![]() |
অপপ্রচারে তিশার ব্যবহৃত ছবি , যা ইন্টারনেট দেখা যাচ্ছে |
COMMENTS