পলাশ প্রধান, টঙ্গী থেকে: গাজীপুর মহানগরের টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী হযরত আলীসহ তার সহযোগী নুরুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। তাদের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গাজীপুরা, খরতৈল ও সাতাইশ এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে।
সন্ত্রাসী হযরত আলীর বিরুদ্ধে টঙ্গী থানায় ছিনতাই, চাঁদাবাজী, মারামারি ও লুটপাটের একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় আত্মগোপনে ছিল।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীদের গুলিতে নিহত বাংলালিংক কোম্পানীর বিক্রয় কর্মকর্তা আহমেদ মোস্তফার হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হয়েছে বলে জানা গেছে।
সাতাইশ এলাকায় ছিনতাইকারীদের গুলিতে বাংলালিংক কর্মকর্তা খুন হবার পর থেকে খুনিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে গ্রাহকদের টাকা সংগ্রহ করে সেনাকল্যাণ মার্কেটের নিজ কার্যালয়ে যাওয়ার পথে গাজীপুরা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে বাংলালিংকের বিপণন প্রতিনিধি (এসআর) আহাম্মদ মোস্তফা(২৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে।
সন্ত্রাসী হযরত আলীর বিরুদ্ধে টঙ্গী থানায় ছিনতাই, চাঁদাবাজী, মারামারি ও লুটপাটের একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় আত্মগোপনে ছিল।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীদের গুলিতে নিহত বাংলালিংক কোম্পানীর বিক্রয় কর্মকর্তা আহমেদ মোস্তফার হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হয়েছে বলে জানা গেছে।
সাতাইশ এলাকায় ছিনতাইকারীদের গুলিতে বাংলালিংক কর্মকর্তা খুন হবার পর থেকে খুনিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে গ্রাহকদের টাকা সংগ্রহ করে সেনাকল্যাণ মার্কেটের নিজ কার্যালয়ে যাওয়ার পথে গাজীপুরা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে বাংলালিংকের বিপণন প্রতিনিধি (এসআর) আহাম্মদ মোস্তফা(২৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।
COMMENTS