টঙ্গীর হাজী মাজার বস্তি থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, ৫রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেলসহ অপু মিয়া(৩২) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। অপুর বাড়ি রাজধানী ঢাকার মিরপুরে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গী থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গী থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর গাজী পুলিশ ফোর্স নিয়ে হাজী মাজার বস্তি এলাকা থেকে মোটর সাইকেলসহ অপুকে আটক করে। এসময় তার কাছে বিদেশি পিস্তল ও ৫রাউন্ড গুলি পাওয়া যায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম জানান, ফেন্সিডিল খেতে এসে অস্ত্রসহ ওই সন্ত্রাসী আটক হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
COMMENTS