গাজীপুর মহানগরীর সাবেক টঙ্গী পৌরসভা কর্তৃক নির্মিত টঙ্গী পৌর অডিটরিয়াম এখনো পৌর সভার অধীনস্থই হয়ে আছে। অথচ বিলুপ্ত হওয়া গাজীপুর পৌরসভা কার্যালয়টি জিসিসি কার্যালয়(মূল) এবং টঙ্গী পৌরসভা কার্যালয়টি জিসিসি কার্যালয় টঙ্গী অঞ্চলের নামে নামকরণ করা হয়েছে। বিষয়টির প্রতি মহানগরীর মেয়র/কাউন্সিলর কেউ গুরুত্ব দিচ্ছেন না বা তাদের নজরে আসছে না বলে অভিযোগ ওঠেছে। তাছাড়া মহানগরীর রিক্সা/ভ্যান ইত্যাদিতেও রয়েছে গাজীপুর পৌরসভা, টঙ্গী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের লাইসেন্স সম্বলিত স্টিকার।
টঙ্গীবাসীর পক্ষ থেকে দাবি ওঠেছে উক্ত অডিটরিয়ামের নাম যখন পরিবর্তন করা হয় তখন যেন শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার নতুবা বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের নামে নামকরণ করা হয়। এর মধ্যে অনেকের দাবি রাজনৈতিক দিক বিবেচনা না করে হাসান উদ্দিন সরকার অডিটরিয়াম করাই উত্তম। কেননা শহীদ আহসান উল্লাহ্ মাষ্টারের নামে অডিটরিয়ামের অতি নিকটে একটি উড়াল সেতু করা হয়েছে।
সাধারণ জনতা মনে করছেন জরুরি ভাবেই বিষয় গুলি জিসিসি কর্তৃপক্ষ অতিগুরুত্বের সাথে দেখে সমাধান করবেন।
COMMENTS