টঙ্গীর আউচপাড়ার স্কুইব রোডে অবস্থিত এক জামায়াত নেতার বাড়ি থেকে গত শুক্রবার রাতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে।
জানা গেছে, রাত ৯টায় উল্লেখিত এলাকার বাসিন্দা গাজীপুর জেলা জামায়াতের রোকন নেয়ামত উল্যা ভূঁইয়ার ৬ তলা ভবনের ৬ তলার দক্ষিণ-পূর্ব পাশের ফ্ল্যাটের শৌচাগার থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেন। আটকের আগে বাড়ির মালিক জানায়, গত ২৫ আগস্ট মামুন নামে এক যুবক উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে তার বাড়ির ৬ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়।
সেপ্টেম্বর মাসের প্রথম দিন মামুনের সাথে আরো দুই যুবক ওই ফ্ল্যাটে ওঠে। মামুনের বাড়ি পাবনা জেলায়। অন্য দু’জনের পরিচয় সে অবগত নয়। গত ৩ সেপ্টেম্বর মামুনসহ অপর যুবক গ্রামের বাড়িতে আত্মীয়ের অসুস্থতার কথা বলে ফ্ল্যাটে তালাবদ্ধ করে চলে যায়। শুক্রবার সন্ধ্যায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া রহিম তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ আসার খবর তাকে জানায়। পরে সে অন্যান্য ভাড়াটিয়াদের সাথে নিয়ে কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শৌচাগারে হাত-পা বাঁধা ও গলা কাটা এক যুবকের লাশ দেখতে পায়।
COMMENTS