পলাশ প্রধান, টঙ্গী থেকে: টঙ্গীর মুদাফা ক্রসলাইন ফ্যাশন লিমিটেডের ২৭ লাখ ৫৪ হাজার টাকা লুট হওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তামিশনা ফ্যাশন কারখানার লিংকিং অপারেটর আল-আমিন ও তার বোন হেলপার রোজিনা আক্তার লিপি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান জানান, গত ১ সেপ্টেম্বর ক্রসলাইন ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকদের বেতনের টাকা ব্যাংক থেকে তুলে কারখানা কর্তৃপক্ষ একাউন্ট সেকশনে তালাবদ্ধ করে রাখে। পরে ওইদিন রাতেই কারখানার একাউন্ট সেকশন থেকে ওই টাকা চুরি হয়।
এ ঘটনায় পরদিন কারখানা কর্তৃপক্ষ টঙ্গী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মানিক মিয়া ও নূরুল ইসলামকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে বুধবার রাত ১০টার দিকে পুলিশ মুদাফা এলাকায় অভিযান চালিয়ে তাদের ভাড়া বাসা থেকে কারখানার চুরি হওয়া ২৭ লাখ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে আল-আমিন ও তার বোন রোজিনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
COMMENTS