গাজীপুর মহানগরীর টঙ্গী পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে দেবে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি ডোবার পাশে নবনির্মিত ওই স্কুল ভবনে সম্প্রতি ফাটল দেখা দেয়। রোববার সকালে ফাটলের মাত্রা বড় হলেও স্কুল কর্তৃপক্ষ ক্লাশ চালানোর সিদ্ধান্ত নেয়। বেলা ২টার দিকে ক্লাশ চলাকালীন স্কুল ভবনের মেঝে মাটির নিচে দেবে যায়। এতে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে দায়িত্বরত টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোজাম্মেল হক জানান, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে তা গুরুতর কিছু নয়।
COMMENTS