টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় ছিনতাইকারীদের গুলিতে এক বাংলালিংক কর্মকর্তা খুন হয়েছেন। খুনিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব।
নিহতের নাম আহাম্মদ মোস্তফা (২৪)। তিনি সাতাইশ এলাকায় এক বাংলালিংক বুথে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালী থানা এলাকায়।
বৃস্পতিবার বেলা ২টার দিকে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা দু’টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে গ্রাহকদের টাকা সংগ্রহ করে সেনাকল্যাণ মার্কেটের নিজ কার্যালয়ে যাওয়ার পথে গাজীপুরা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন বাংলালিংকের বিপণন প্রতিনিধি (এসআর) আহাম্মদ মোস্তফা(২৪) গুলিবিদ্ধ হন।নিহতের নাম আহাম্মদ মোস্তফা (২৪)। তিনি সাতাইশ এলাকায় এক বাংলালিংক বুথে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালী থানা এলাকায়।
বৃস্পতিবার বেলা ২টার দিকে ওই ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা প্রথমে তার কছ থেকে টাকার থলে কেড়ে নেবার চেষ্টা চালায়। এ সময় তার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা তার মাথায় ২ রাউন্ড গুলি করে তার কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। উপস্থিত লেঅকজন গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।
COMMENTS