পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ গত ০৫ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখে আনুমানিক রাত ১ টার দিকে মোসার্স আমির ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ড ভ্যান নং- ঢাকা মেট্রো (ট- ১৪-৪৭৭৮) চট্টগ্রাম বন্দর হতে এ্যাবা গ্রুপের গার্মেন্টস মালামালসহ গাজীপুর মহানগরের টঙ্গী উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর থানার অন্তর্গত মদনপুর এলাকাধীন ঢাকা-চট্টগ্রাম মহানগরের মেঘা সিটি পেট্রোল পাম্পের নিকট ঐদিন বিকাল আনুমানিক ৫ টায় দিকে একটি ছাই রংয়ের মাইক্রোবাসযোগে ৪জন ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভার মো. ইমরান হোসেনের নিকট গাড়ীর কাগজপত্র চেক করার কথা বলে তাকে মাইক্রোবাসে উঠায় এবং নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে গজারিয়া থানাধীন ভবেরপুর এলাকায় ফেলে রেখে কাভার্ড ভ্যানটি মালামাল সহকারে ছিনতাই করে নিয়ে যায়।
উল্লেখ্য যে, উক্ত কাভার্ড ভ্যানে ২৬০ রোল জিন্সের কাপড় ছিল যাহার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। উক্ত ঘটনায় ট্রান্সপোর্ট কোম্পানীয় মালিক মো. আমির হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন যাহার নং- ১১ তারিখ ০৭.০৯.২০১৩ইং।
ইদানিং প্রায়ই উক্ত এলাকায় গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের মূল্যবান মালামালসহ কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনা ঘটছে যার কোন সুষ্ঠু সমাধান হচ্ছে না। পোষাক রপ্তানির শিল্পের সুনাম রক্ষার্থে ব্যবসায়ীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দুষ্টি আকর্ষন করছে যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ্যাবা গ্রুপের উপ-পরিচালক লে. ক.(অব.) আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতি দ্রুত মালামালসহ ঘটনার সাথে সকল অপরাধীদের গ্রেফতার করার জন্য আহবান জানান। পুলিশ এধরনের ঘটনায় এখন পর্যন্ত অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
COMMENTS