গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন সাইফুল ইসলাম (৩০) নামের এক হোটেল ব্যবসায়ি। নিহতের লাশ ময়না তদন্ত করতে আজ সকালে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে লাগ্যাজে ভর্তি অবস্থায় থানা পুলিশ মঙ্গলবার রাত ১২ টায় সাইফুলের লাশ উদ্ধার করে।
মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করে ওই স্থানে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তিনি টঙ্গীর স্টেশন রোড এলাকার তৃপ্তি হোটেলের মালিক। সাইফুল গাজীপুর মহানগরের নোয়াগাঁও এলাকার আবদুল মালেকের ছেলে। নিহতের শ্বশুর আমজাদ হোসেন জানান, সাইফুলের সঙ্গে কোন বিষয় নিয়ে কারও বিরোধ ছিল না। তাই কি কারণে তাকে খুন করা হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তাৎক্ষনিক ভাবে তাকে খুন করার কোন কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে অন্যকোন স্থানে তাকে খুন করে রাতের আঁধারে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।
COMMENTS