যে যত কথাই বলুক আগামী জাতীয় নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। কোন রকম টালবাহানা না করে নির্বাচনে অংশ নিতে প্রধান বিরোধীদল বিএনপিকে আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন।
শনিবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের পরিচালনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।
শনিবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের পরিচালনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।
মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার মানুষ হতে হবে। দেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে-একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, অন্যদিকে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল , তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার উন্নয়ন হোক, তা তারা চাইবে না। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এরা বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রসর হওয়ার পক্ষে নয়।
এদিকে অনুষ্ঠানের সভাপতি ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি ২০০৯ সালের পূর্বের ওই স্কুল এন্ড গার্লস কলেজ এবং ২০১৩ সালের বর্তমান স্কুল এন্ড গার্রস কলেজের অগ্রসরমান অবস্থার চিত্র তুলে ধরেন উপস্থিত সকলের সামনে। এই স্কুল ও গার্লস কলেজকে পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক কলেজ করার পরিকল্পনার ঘোষণা দেন। এ জন্য প্রয়োজনীয় কাজও এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন। যেখানে ছাত্র-ছাত্রী উভয়ই পড়াশুনা করাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধরু কনিষ্ঠ পুত্র শেখ রাসেল নামে ৫ হাজার বর্গফুট আয়তনে একটি আধুনিক অডিটোরিয়াম তৈরি হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে, সেই ঘোষণাও সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি দেন। অবকাঠামো উন্নয়নে মো. জাহিদ আহসান রাসেল এমপি ইতোমধ্যে ১ কোটি ৪০ লক্ষ টাকার অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন বলে মন্তব্য করেন। এর নির্মাণ কাজ দ্রুত শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের চার পাশে ফুটপাত নির্মাণ করে দেওয়া হচ্ছে বরে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইন্ডিপেন্ডেট ইউনিভাসির্টির অধ্যাপক ও সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত জাতির জনকের জীবনের উপর আলোকপাত করতে গিয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর জীবন ইতিহাস অধ্যায়নের উপর গুরুত্ব দিতে হবে। আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আজমত উল্লা খান, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী, কাজী ইলিয়াস আহমেদ, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ট্রেজারার মো. ইসমাইল হোসেন, মো. আবু জাফর, আলহাজ্ব কাজিম উদ্দিন, নাসির উদ্দিন মোল্লা, জালাল মাহমুদ, টঙ্গী পাইল স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, মো. আবু জাফর প্রমুখ।
আলোচনা সভার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্মারক পুরষ্কার বিতরণ করা হয়।
সূত্রঃ সংবাদ.নেট
COMMENTS